প্রথম পর্যায়ের ফেনীর বন্যার্ত মানুষের মাঝে সাহায্য পাঠানো আর রেসকিউ কার্যক্রম করার পর আমাদের আরও বিভিন্ন জায়গা থেকে সাহায্য করার জন্যে অনুরোধ আসতে থাকে এবং আমরা দেখতে পাই তখন পর্যন্ত অনেক মানুষ খাবার, পানি, মেডিকেল সেবা, ছোট বাচ্চার খাবার, ঔষধ এবং শুকনা কাপড় এর কষ্ট করছে। এমন সংবাদও আসে যে এমন অনেক পরিবার আছে যারা সাহায্যের জন্য অনুরোধ করতে পারছে না।
তখন আমরা ঠিক করি আমরা সবাই মিলে আবার মানুষের সাহায্য পাঠানোর ব্যাবস্থা করব। BEACON Bangladesh কে জানানো হয় আমাদের পরিকল্পনার কথা। এবং ঠিককিছু সময়পরই আমাকে জানানো হয় আরও সাহায্য সামগ্রী পাঠানো হবে। আলহামদুলিল্লাহ, আমরা আসার আলো দেখতে পাই এবং কাজে নেমে যাই। দ্বিতীয় পর্যায়ে আমরা চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, হলুদ, মরিচ,মসুরের ডাল, মুগডাল, সয়াবিন তেল, সরিষার তেল, পানি, ঔষধ, পানি বিশুদ্ধকরণ টেবলেট, প্যাড, স্যালাইন, পেমপার্স, বাচ্চাদের খাবার, হরলিক্স, বাচ্চাদের ঔষধ, বাচ্চাদের দুধ এগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে সক্ষম হই।
আমি, আমার সেচ্ছাসেবী বন্ধুরা এবং ফেনীবাসী আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই দুঃসময়ে আপনাদের সাহায্যে অনেক অনেক মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি। আমরা ফেনীবাসী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।
এখন বন্যার পানি নামতে শুরু করেছে এবং অধিকাংশ জায়গায় পানি নেমে গেছে। কিন্তু রেখে গেছে বন্যার ভয়াবহ ধ্বংসচিহ্ন। কেউ হারিয়েছে তার স্বজন, বসবাসের ঘর, আসবাবপত্র, দোকান, ব্যাবসা প্রতিষ্ঠান, ফসল, মাছের হ্যাচারি, কৃষি জমি সহ আরও মূল্যবান জিনিস।
আমরা চাই বন্যা পরবর্তী সাহায্য গুলো করে বন্যা কবলিত মানুষদের আবার আগের রুপে ফিরিয়ে নিয়ে আসতে। এজন্য আমরা বিশেষ কিছু কর্মপরিকল্পনা করেছি। এ অবস্থায় বন্যায় আক্রান্ত মানুষদের আপনাদের সাহায্যে প্রয়োজন। আশাকরি আপনারা সবাই আরও একবার আমাদের ফেনীবাসীর সাথে থাকবেন এবং ফেনীকে নতুন ভাবে গড়ে তুলতে সাহায্য করবেন।
ধন্যবাদ BEACON Bangladesh এবং Azimur Rokia Rahman Trust, ফেনীর সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা।
———————————————-
BEACON Bangladesh remains comitted to continue to support such valiant youth initiatives. We applaud the tremendous efforts by a group of local youths who came together to serve their community. One of our founding principles was to empower youth-led community initiatives and we remain true to our roots to strive forward leveraging the energy and dynamism such local community youth groups bring.
We hope to have your support in our journey.